উপ-উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দিন আহসান
অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দিন আহসান কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি) -এর প্রো ভাইস চ্যান্সেলর হিসাবে যোগদান করেছেন। সিইউবি’র চ্যান্সেলর ও মহামান্য রাষ্ট্রপতি আগামী চার বছরের জন্য তাঁকে এ পদে নিযুক্ত করেন।
১৯ নভেম্বর, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি)-তে অনুষ্ঠিত একটি টাউন হল মিটিংয়ে চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত তাকে পরিচয় করিয়ে দেন।
সিইউবিতে যোগদানের পূর্বে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ডিন ও প্রো ভাইস চ্যান্সেলরসহ বিভিন্ন গুরত্বপূর্ণ পদে ১৮ বছরেরও অধিক সময় দায়িত্ব পালন করেছেন।
এছাড়া ড. আহসান বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর দক্ষিণ-পূর্ব এশিয়ার ট্যাকনিকাল এডভাইজরি কাউন্সিলের বিশেষজ্ঞ সদস্য হিসেবে কাজ করার অভিজ্ঞতাসহ সরকারি বেসরকারি বিভিন্ন গুরত্বপূর্ণ পদে ৩০ বছরেরও বেশি সময় ধরে একজন একাডেমিক সদস্য এবং গবেষক হিসাবে দায়িত্ব পালন করেছেন।