ঢাকা বুধবার ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৭
আরো
সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) ফল ২০২৫ সেমিস্টারে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানাতে এক নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে গত ২৩ অক্টোবর, ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে।
ক্যাম্পাস থেকে আরও খবর
অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
`গণিত হোক আনন্দের’ স্লোগানে ২৬ সেপ্টেম্বর ২০২৫ বেসরকারি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে (এসইউ) অনুষ্ঠিত হয়ে গেল বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ ২০২৫। দেশের বিভিন্ন এলাকার ৬০০ এর অধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
অতীশ দীঙ্ককর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এডাস্ট ফুটসাল প্রিমিয়ার লিগ সিজন ২-এ ফাইনাল ম্যাচে টীম গ্যালাক্সি-০৬ কে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছে টীম আরকানস।
অতীশ দীপংকর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ADUST)-এর IQAC-এর উদ্যোগে “OBE, Curriculum Alignment and Accreditation Preparedness” শীর্ষক দিনব্যাপী কর্মশালা আজ ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (রবিবার) এডাস্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সাউথইস্ট ইউনিভার্সিটির (এসইইউ) ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) গত ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে “দি নিড ফর রিহেবিলেশন অ্যাজ এ মেজর পার্ট অব ডিজেবল কেয়ার” শীর্ষক একটি বিশেষ সেমিনারের আয়োজন করে।
সাউথইস্ট ইউনিভার্সিটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
সাউথইস্ট ইউনিভার্সিটি আগস্ট ২০২৫-এ ডেনমার্ক ও সুইজারল্যান্ড দূতাবাস থেকে দুটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানায়। সফরগুলোর মূল উদ্দেশ্য ছিল সাউথইস্ট ইউনিভার্সিটি এবং ইউরোপের এই দুটি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অ্যাকাডেমিক ও গবেষণামূলক সহযোগিতা বৃদ্ধি করা।
ব্র্যাক ইউনিভার্সিটিতে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে আয়োজিত “এক কালে: ওয়ান্স আপন আ টাইম” শীর্ষক ১০ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫ বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে শেষ হয়েছে।
ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে) এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহরিয়ার সাদাত কমনওয়েলথের আমন্ত্রণে একটি পর্যবেক্ষক দলে যোগ দিয়েছেন। কমনওয়েলথের এই দলটি আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ এ অনুষ্ঠিত হতে যাওয়া গায়ানার জাতীয় ও আঞ্চলিক নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবে।
ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো আয়োজিত হলো আয়েশা আবেদ স্মৃতি নারী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলাধুলায় নারী শিক্ষার্থীদের প্রতিভা, দলীয় চেতনা ও দৃঢ় মনোভাবকে উদযাপন করাই ছিল এই টুর্নামেন্টের মূল লক্ষ্য
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা ও পেশাজীবীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘দ্য ওয়ে’ বা ‘আগামীর পথ’ শীর্ষক অনুষ্ঠান।
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (IQAC)-এর নিয়মিত সভা এবং সদ্য বিদায়ী ও বর্তমান পরিচালক ও অতিরিক্ত পরিচালকদের সংবর্ধনা অনুষ্ঠান সোমবার (৪ আগস্ট,২০২৫) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
BDTone24
সর্বশেষ
জনপ্রিয়