ঢাকা রোববার ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রাহায়ণ ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫
আরো
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগ এবং সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভলপমেন্ট (সাকমিড) -এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
ক্যাম্পাস থেকে আরও খবর
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘অ্যাপোক্যালিপস’ টিম ইন্টারন্যাশনাল ব্লকচেইন অলিম্পিয়াড ২০২৩ প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন (গোল্ড উইনার) হয়েছে।
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এগ্রিবিজনেস বিভাগের আয়োজনে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) ও বাংলাদেশ সরকারের সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতায় “ফিউচার নেশন” প্রোগ্রামের মাধ্যমে “Unlock a World of Opportunities” শীর্ষক একটি দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার ও দিকনির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ‘জেনারেল এডুকেশন বিভাগ (জিইডি)’ “বিলিভ বিলিফ এন্ড বিহ্যাভিয়ার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১০-১১ নভেম্বর বাংলাদেশের ঐতিহ্যবাহী শহর দিনাজপুরের ব্রাক লানিং সেন্টারে ৩য় বিএসএসসিআর এর কনফারেন্সে যোগদান করে।
ব্র্যাক ইউনিভার্সিটির আয়েশা আবেদ লাইব্রেরি এবং ওপেন সোসাইটি নেটওয়ার্ক (ওএসইউএন) যৌথভাবে ওপেন অ্যাকসেস উইক ২০২৩ উদযাপন করছে। কৃতিত্বপূর্ণ একাডেমিক গবেষণা এবং শিক্ষা উপকরণে ওপেন অ্যাকসেস ধারণার সমর্থন এবং প্রচার করার উদ্দেশ্যে ২৭ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২৩ থেকে এই ওপেন অ্যাকসেস উইক উদযাপন করা হয়েছে।
ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস ব্র্যাক বিজনেস স্কুলের (বিবিএস) রিসার্চ অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট সেন্টার (আরপিডিসি) এবং ব্র্যাক ব্যাংকের উদ্যোগে “উদ্যমী আমি” শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রামের কোহর্ট-৪-এর সমাপনী অনুষ্ঠান গত ৪ নভেম্বর, ২০২৩, শনিবার ব্র্যাক ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি) ৪ঠা নভেম্বর, ২০২৩ তারিখে তাদের প্রথম স্টার্টআপ কার্নিভাল সফলতার সাথে আয়োজন করে। সকাল ১০ টায় ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট (আইবিএ), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক ড. মোহাম্মদ জিয়াউলহক মামুন শুভ উদ্বোধন করেন।
অক্টোবর মাসের গত ১৫ এবং ১৬ তারিখ, ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব (ইউএসডব্লিউসি) রিদম ব্লাড ব্যাংকের সাথে যৌথভাবে, ইউল্যাব স্থায়ী ক্যাম্পাসের প্রাঙ্গণে ২ দিনব্যাপী ব্লাড ডনেশান (রক্তদান) শিবির স্থাপন করেন, এবং রক্তদানের একটি চিন্তাশীল এবং মানবিক অনুষ্ঠানের আয়োজন ও কর্মসূচি উপস্থাপনা করেন।
ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে) এবং জর্জটাউন ইউনিভার্সিটির বার্কলি সেন্টার ফর রিলিজিয়ন পিস অ্যান্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর ওয়ার্ল্ড ফেইথস ডেভেলপমেন্ট ডায়ালগ (ডব্লিউএফডিডি) এর যৌথ উদ্যোগে `দ্য ইন্টারসেকশনস অফ ফেইথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ` শীর্ষক জাতীয় পর্যায়ের কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার সনদ পেয়েছে।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর নতুন উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. মোঃ আবুল কাশেম মিয়া। আগামী চার বছরের জন্য রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের আচার্য ইউআইইউর উপাচার্য পদে অধ্যাপক ড. মোঃ আবুল কাশেম মিয়াকে নিয়োগ দেন। এই নিয়োগ ১৭ই অক্টোবর ২০২৩ (বুধবার) থেকে কার্যকর হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান যুদ্ধে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী।
BDTone24
সর্বশেষ
জনপ্রিয়
শিরোনাম: