প্রফেসর সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন এক আলোকিত শিক্ষক, যিনি শিক্ষা ও শিক্ষকতাকে কেবল পেশা হিসেবে নয়, বরং নৈতিক দায়বদ্ধতা ও মানবিক দায়িত্ব হিসেবে দেখতেন। তিনি বিশ্বাস করতেন শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল তথ্য বা ডিগ্রি অর্জন নয়, বরং শিক্ষার্থীর অন্তরে জ্ঞান, সৌন্দর্য ও মানবিক মূল্যবোধের জাগরণ ঘটানো যাতে তারা জ্ঞানী হওয়ার পাশাপাশি মানবিকতা ও সামাজিক চেতনায়ও সমৃদ্ধ হয়ে ওঠে। ব্র্যাক ইউনিভার্সিটিতে এক স্মরণসভায় প্রখ্যাত শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও গবেষক প্রফেসর সৈয়দ মনজুরুল ইসলামকে এভাবেই শ্রদ্ধাভরে স্মরণ করেছেন তার শিক্ষার্থী, সহকর্মী এবং বন্ধুরা।