ঢাকা   সোমবার ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

মিলেনিয়াম ফেলোশিপ ২০২৫: ব্র্যাক ভার্সিটির ৫০ শিক্ষার্থী নির্বাচিত

ক্যাম্পাস

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ০১:০৩, ৩ নভেম্বর ২০২৫

মিলেনিয়াম ফেলোশিপ ২০২৫: ব্র্যাক ভার্সিটির ৫০ শিক্ষার্থী নির্বাচিত

মিলেনিয়াম ফেলোশিপ ২০২৫: ব্র্যাক ভার্সিটির ৫০ শিক্ষার্থী নির্বাচিত

ব্র্যাক ইউনিভার্সিটির ৫০ জন শিক্ষার্থী ২০২৫ সালের মিলেনিয়াম ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন। 

এনিয়ে চতুর্থবারের মতো ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মর্যাদাপূর্ণ এই ফেলোশিপ প্রোগ্রামের জন্য নির্বাচিত হলেন। এই মিলেনিয়াম ফেলোরা জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ (এসডিজি) এবং ইউনাইটেড নেশন্স অ্যাকাডেমিক ইমপ্যাক্ট (ইউএনএআই)এর নীতিমালা এগিয়ে নেবার লক্ষ্যে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে কাজ করবেন।

ব্র্যাক ইউনিভার্সিটি থেকে মিলেনিয়াম ফেলোশিপে অংশ নেওয়া এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যাচ। ২০২১ সালে প্রথমবারের মতো ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই মর্যাদাপূর্ণ ফেলোশিপে নির্বাচিত হয়েছিলেন। তখন বাংলাদেশের পক্ষ থেকে নির্বাচিত প্রথম ১৪ জন ফেলোই ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী।

মিলেনিয়াম ফেলোশিপ হলো স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সেমিস্টারব্যাপী একটি বৈশ্বিক লিডারশিপ উন্নয়ন কর্মসূচি। এটি ইউনাইটেড নেশন্স একাডেমিক ইমপ্যাক্ট এবং মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক এর যৌথ উদ্যোগে পরিচালিত হয়।

এই উদ্যোগ তরুণ শিক্ষার্থীদের জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও ইউএনএআই নীতিমালা বাস্তবায়নে অনুপ্রাণিত করে থাকে। এর মাধ্যমে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রভাবশালী ও ফলপ্রসূ কমিউনিটি সার্ভিস প্রকল্প তৈরি ও বাস্তবায়ন করে যার ফলে সমাজে বাস্তব সামাজিক পরিবর্তন সাধিত হয়।  

২০২২ সালে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ২২ জন এবং ২০২৪ সালে ২৬ জন শিক্ষার্থী মিলেনিয়াম ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছিলেন।

এবছর বিশ্বের ১৬০টিরও বেশি দেশের সাড়ে সাত হাজারেরও বেশি ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা ২০২৫ সালের মিলেনিয়াম ফেলোশিপের জন্য আবেদন করেন। এর মধ্যে মাত্র ৪৭টি দেশের ২৯০টিরও বেশি ক্যাম্পাস নির্বাচিত হয়েছে, যেখানে মোট চার হাজারের বেশি ফেলো অংশ নিচ্ছেন- যা মোট আবেদনের মাত্র চার শতাংশ।

সম্প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব জেনারেল এডুকেশনের সোশ্যাল ইমপ্যাক্ট ল্যাব বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এবছরের নির্বাচিত মিলেনিয়াম ফেলোদের বিভিন্ন কার্যক্রম ও নির্দেশনা জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করে।

সোশ্যাল ইমপ্যাক্ট ল্যাব ফেলোদের প্রকল্পগুলোর জন্য পরামর্শ, কৌশলগত দিকনির্দেশনা এবং সহযোগিতা প্রদান করবে। যাতে শিক্ষার্থীরা তাদের উদ্যোগগুলোকে টেকসই সম্প্রদায় মডেলে রূপান্তর করতে পারে এবং সেগুলোকে বাস্তবসম্মত ও ফলপ্রসু করে তুলতে পারে। 

এই বছর নির্বাচিত ফেলোরা অনেকগুলো প্রকল্প নিয়ে কাজ করবেন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে-জলবায়ু সহনশীলতা, ডিজিটাল ক্ষমতায়ন, মাসিক ও প্রজনন স্বাস্থ্য, স্তন ক্যান্সার সচেতনতা, সমতাভিত্তিক শিক্ষা, পুষ্টি, টেকসই কৃষি, সৃজনশীল অভিব্যক্তি এবং সিভিক এনগেজমেন্টসহ আরো অনেক প্রকল্প। 

মিলেনিয়াম ফেলোশিপ প্রোগামের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষার্থীদেরকে তাদের উদ্ভাবনী ধারণাগুলোকে বাস্তব সামাজিক প্রভাব তৈরিতে অনুপ্রাণিত করছে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহকে এগিয়ে নিয়ে যাচ্ছে। 

ফেলোদের প্রকল্পগুলো সরাসরি এসডিজি-৩ (সুস্বাস্থ্য ও সামগ্রিক কল্যাণ), এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা), এসডিজি-৫ (জেন্ডার সমতা), এসডিজি-৮ (সম্মানজনক কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি), এসডিজি-৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো), এসডিজি-১৩ (জলবায়ু বিষয়ক পদক্ষেপ), এবং এসডিজি-১৫ (স্থলজ জীবন) অর্জনে সহায়তা করছে। 

এছাড়াও, এই ফেলোশিপটি টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় নৈতিক নেতৃত্ব, নাগরিক অংশগ্রহণ এবং বৈশ্বিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যা এসডিজি ১৬ (শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান) এবং এসডিজি ১৭ (লক্ষ্যমাত্রা অর্জনে অংশীদারিত্ব) বাস্তবায়নে অবদান রাখছে।