
চিরবিদায় নিলেন শাইখুল হাদিস আল্লামা মাওলানা মোহাম্মদ আলী
হাজার ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে বৃহৎ নামাজে জানাজা শেষে শাইখুল হাদিস আল্লামা মাওলানা মোহাম্মদ আলী (র)দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ জোহর দুপুর ২টায় বিজয় করা স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে এলাকার সর্বজন শ্রদ্ধেয় এ আলেমে দ্বীনকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
বরেণ্য আলেমে দ্বীন, হাজার হাজার আলেমের উস্তাদ আল্লামা মোহাম্মদ আলী (র) শেষ বিদায় জানাতে আসা মানুষের ঢলে বিজয়করা শাহাজাহান মার্কেট ও আশেপাশে এলাকায় জনসমুদ্রে পরিণত হয়। মরহুমের বড় পুত্র মাওলানা হোসাইন মোহাম্মদ আরিফ নামাজে জানাজায় ইমামতি করেন। তার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি তার পরিবারের পক্ষ থেকে পিতা আল্লামা মোহাম্মদ আলী (র) জন্য দোয়া কামনা করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে কেন্দ্রীয় মশলিশ শুরা সদস্য ও আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া বলেন, আমার জানা মতে তিনি বুজুর্গ ব্যক্তিত্ব, প্রবীণ আলেমে দ্বীন,সহজ সরল জীবনযাপন করেছেন, আমি আপনাদের কাছে তার জন্য দোয়া চাই, আল্লাহ তায়ালা মরহুমকে ক্ষমা করুন। উক্ত সময়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নামাজে জানাজা শেষে আল্লামা মোহাম্মদ আলী (র)কে পারিবারিক কবরস্থানে তার কফিন নিয়ে যাওয়া হয়। সেখানে তার দাফন সম্পন্ন হয়।
আল্লামা মোহাম্মদ আলী (র) গতকাল মংগলবার রাত ২ ঘটিকায় নিজগৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রবীণ ও কিংবদন্তি এ আলেমের ইন্তেকালে এলাকা ও চারদিকে শোকের ছায়া নেমে এসেছে।
৯০ বছর বয়সী আল্লামা মোহাম্মদ আলী (র) দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি বিভিন্ন জটিল রোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
কর্মজীবনে মরহুম দীর্ঘ ৫৫ বছর যাবত জামেয়া ইসলামিয়া নারানকরা মাদরাসার প্রধান মুফতি ও মুহাদ্দিসের দায়িত্ব পালন করেন।