ঢাকা মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬
আরো
রিজিক আরবি শব্দ। এর আভিধানিক অর্থ জীবিকা, খাদ্য। তবে রিজিকের অর্থ আরও ব্যাপক। ভাত-রুটি যেমন রিজিক তেমনি সুস্থতাও মহান আল্লাহ প্রদত্ত এক মহা রিজিক। ভালো কাজকর্মে যেমনিভাবে মহান আল্লাহ রিজিক বৃদ্ধি করেন তেমনিভাবে কিছু কিছু কাজের কারণে মহান আল্লাহ বান্দার রিজিক সংকীর্ণ করে দেন। রিজিক সংকীর্ণ হওয়ার কয়েকটি কারণ তুলে ধরা হলো।
ধর্ম থেকে আরও খবর
পবিত্র রমজানকে দশক হিসেবে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত ও তৃতীয় দশক নাজাত। রমজানের প্রতিটি মুহূর্তই অতি মূল্যবান ও গুরুত্বপূর্ণ। তবে শেষ দশকের গুরুত্ব অত্যধিক। কেননা, এই দশকে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আমল। তা হলো রাত জাগরণ, লাইলাতুল কদর, ইতেকাফ ও সাদাকায়ে ফিতর আদায় ইত্যাদি
পবিত্র রমজান শুরুর পর ইতোমধ্যে প্রথম দুই দশক অর্থাৎ, রহমত ও মাগফিরাত শেষ হয়েছে। আজ থেকে শুরু হয়েছে নাজাতের দশক। এই নাজাতের দশকে এমন একটি রাতের কথা বলা হয়েছে, যেই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। কারণ, এ রাতেই প্রথম পবিত্র মক্কার হেরা পর্বতের গুহায় মহান আল্লাহ মুহাম্মাদ (সা.)-এর কাছে পবিত্র কোরআন নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, ‘আমি একে (কোরআন) নাজিল করেছি কদরের রাতে। আপনি কি জানেন মহিমাময় কদর রজনী কী? মহিমান্বিত কদর রজনী হাজার মাস অপেক্ষা উত্তম। (সুরা কদর: ১-৩
জাকাত ও ফিতরার মূল পার্থক্য হলো, জাকাতের ক্ষেত্রে কোনো ব্যক্তির মালিকানায় নেসাব পরিমাণ সম্পদ পূর্ণ এক বছর থাকলে তাকে সম্পদের ২.৫ শতাংশ হারে জাকাত প্রদান করতে হয়, কিন্তু ফিতরার ক্ষেত্রে সম্পদ পূর্ণ এক বছর স্থায়ী হওয়ার প্রয়োজন হয় না। বরং ঈদুল ফিতরের দিন সকালে নেসাব পরিমাণ সম্পদের মালিক হলেই তার ওপর ফিতরা ওয়াজিব হয়। জাকাতের পরিমাণ হচ্ছে সম্পদের ৪০ ভাগের ১ ভাগ বা ২.৫ শতাংশ। আর ফিতরা প্রদান করতে হয় জনপ্রতি এক ছা গম, যার পরিমাণ ২ কেজি ৪০ গ্রাম।
ইসলামের অন্যতম ফরজ বিধান জাকাত। এটি স্বাধীন, পূর্ণবয়স্ক এমন মুসলিম নর-নারী আদায় করবে, যার কাছে নিসাব পরিমাণ সম্পদ এক বছর অতিবাহিত হবে।
মুসলিম উম্মাহর কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের অমিয় বার্তা নিয়ে আবার শুভাগমন করলো পবিত্র মাহে রমজান।
আগামী ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পবিত্র শব-ই-মিরাজ উদযাপিত হবে। বাংলাদেশের আকাশে গতকাল পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। তাই, আগামী ১৪ জানুয়ারি রবিবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে।
একটি পরিবারে পিতা-মাতার পরেই স্বামী-স্ত্রী। মূলত স্বামী-স্ত্রীকে কেন্দ্র করেই পরিবার গড়ে ওঠে। ইসলামে স্বামী-স্ত্রীর সম্পর্ক বন্ধুত্বের। কোরআন মাজিদের ভাষায়, ইমানদার নর ও নারী পরস্পরের বন্ধু ও সাথি; তারা ভালো কাজের আদেশ করে ও মন্দ কাজে নিষেধ করে। আল্লাহপাক স্বামী-স্ত্রীর প্রকৃতিতেই পরস্পরের প্রতি প্রেম-প্রীতি-ভালোবাসা দান করেছেন। তারপরও আল্লাহ ও তার রাসুল (সা.) তাদের পরস্পরের প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে নানা কথা বলেছেন।
আগামীকাল ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামী ২৪ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে পাঁচদিনব্যাপি এ উৎসবের।
BDTone24
সর্বশেষ
জনপ্রিয়
ব্রেকিং নিউজ: