প্রসেনজিৎ দাস পেলেন “বোর্ড অব ট্রাস্টিজ স্বর্ণপদক ”
সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের মাস্টার পাড়ার গর্ব প্রসেনজিৎ দাস ০৬ ডিসেম্বর ২০২৫ অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চতুর্থ কনভোকেশনে সর্বোচ্চ একাডেমিক ফলাফলের স্বীকৃতি হিসেবে “বোর্ড অব ট্রাস্টিজ স্বর্ণপদক” অর্জন করেছেন। অত্র বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস বিভাগ হতে বিবিএ এবং এমবিএ ইন এগ্রিবিজনেস উভয় ডিগ্রি পর্যায়ে অসাধারণ ফলাফল তাকে এই সম্মান এনে দেয়।