ঢাকা   বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ" শীর্ষক বৈঠক অনুষ্ঠিত

নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ

নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ" শীর্ষক বৈঠক অনুষ্ঠিত

আজ  (বুধবার)  Rural Microenterprise Transformation Project (RMTP) এর আওতায় “নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ” শীর্ষক এক গোলটেবিল বৈঠক আজ খুলনার মৎস্য ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোঃ মোশাররফ হোসেন। তিনি তাঁর প্রবন্ধে নিরাপদ মৎস্য উৎপাদন, মান নিয়ন্ত্রণ, ভ্যালু চেইন উন্নয়ন এবং বাজারজাতকরণে বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন। নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে গুরুত্বারোপ করে প্রকল্প শেষে তিনি সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও বাস্তনায়নকারী সংস্থাকে ক্ষুদ্র উদ্যোগক্তাদের প্রশিক্ষণ ও ফলো-আপ প্রশিক্ষন কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

RMTP প্রকল্পের অধীন '"রেডি টু কুক' ও রেডি টু ইট" কম্পোনেন্ট দুটি খুবই সম্ভবনাময় বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। লাইসেন্স ও সার্টিফিকেশন সহজিকরণ করতে পারলে বিশাল একটি জনগোষ্ঠীর কর্মসংস্থানসহ এটি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদফতর, খুলনার উপপরিচালক কৃষিবিদ বিপুল কুমার বসাক। তিনি বলেন, নিরাপদ ও মানসম্মত মৎস্যজাত পণ্য নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার জনাব আবদুল মোক্তাদির খান এবং এসএডি এইচএম বদরুজ্জামান রুবেল। এছাড়াও অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিএসটিআই ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রকল্পের সুবিধাভোগী ক্ষুদ্র উদ্যোক্তাগণ এবং প্রকল্পের ফযাসিলিটিটর গাজী ৃন্জুরুল আলমসহ হীড বাংলাদেশ-এর কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, RMTP প্রকল্পটি IFAD ও DANIDA এর অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF)-এর তত্ত্বাবধানে HEED Bangladesh কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং টেকসই বাজার সংযোগ স্থাপনের লক্ষ্যে কাজ করা হচ্ছে।

গোলটেবিল বৈঠকের মাধ্যমে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে পারস্পরিক মতবিনিময় ও সমন্বয় জোরদার হবে বলে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন।