ঢাকা   বুধবার ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১, ১২ রবিউস সানি ১৪৪৬

রমজানে ৩৪ দেশে ইফতার আয়োজন করছে সৌদি আরব

রমজানে ৩৪ দেশে ইফতার আয়োজন করছে সৌদি আরব

পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের ৩৪ দেশে ইফতারের আয়োজন করছে সৌদি আরব। এসব দেশের প্রায় ১৬ লাখ মুসলিম ইফতার গ্রহণের সুযোগ পাবে। শনিবার (২৬ মার্চ) সৌদির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ ইফতারের এ প্রকল্প উদ্বোধন করেন। সৌদি আরবের ধর্মমন্ত্রণালয়ের সমন্বয়ে আরও দুইটি সংস্থা এ কর্মসূচি পরিচালনা করছে। মন্ত্রণালয়টি ইতোমধ্যে বাংলাদেশের এক লাখ ২৯ হাজার মানুষের জন্য খাবার ও ৪৫ হাজারের বেশি মানুষের জন্য ১৫ টন খেজুরও দিয়েছে। এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দাহিলান। এদিকে পবিত্র মাসে ১৫ হাজারের বেশি খাবারের ঝুড়ি ও ১০ টন খেজুর সুদানের রাজ্যগুলোতে বিতরণ করা হবে। সুদানের ধর্মমন্ত্রী সৌদির এ সাহায্য কর্মসূচির জন্য প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এতে বিশ্বজুড়ে অনেক লোক উপকৃত হচ্ছে। তাছাড়া ইথিওপিয়ার আট হাজার মানুষের জন্য আট শ’ খাবারের ঝুড়ি ও ১১ টন খেজুর বণ্টন করবে সৌদি প্রশাসন। এ সহায়তার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।