ঢাকা   শনিবার ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২, ২৫ রবিউস সানি ১৪৪৭

ব্র্যাক ইউনিভার্সিটি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডিজিটাল ব্রিজ পার্টনার্সের মধ্যে চুক্তি স্বাক্ষর

ক্যাম্পাস

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ০১:০০, ১৭ অক্টোবর ২০২৫

ব্র্যাক ইউনিভার্সিটি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডিজিটাল ব্রিজ পার্টনার্সের মধ্যে চুক্তি স্বাক্ষর

ব্র্যাক ইউনিভার্সিটি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডিজিটাল ব্রিজ পার্টনার্সের মধ্যে চুক্তি স্বাক্ষর

ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (সিইডি), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, এবং প্রযুক্তি ও উদ্ভাবন পরামর্শক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ডিজিটাল ব্রিজ পার্টনার্স সম্প্রতি মন্ত্রণালয়ের “রিসার্চ-টু-মার্কেট স্ট্রাটেজি” উদ্যোগের আওতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

এই সমঝোতার লক্ষ্য হলো প্রয়োগভিত্তিক গবেষণাকে উৎসাহিত করা, যা বাজার উপযোগী উদ্ভাবন ও জাতীয় পর্যায়ের প্রযুক্তি প্ল্যাটফর্মে রূপান্তরিত হতে পারে। পাশাপাশি, এটি অ্যাকাডেমিক গবেষণা, প্রযুক্তি উন্নয়ন এবং মন্ত্রণালয়ের নীতিগত দিকনির্দেশনার মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করবে।

চুক্তির আওতায় জলবায়ু সহনশীলতা, শিল্পখাতের আধুনিকায়ন এবং তথ্যভিত্তিক শাসনব্যবস্থার মতো জাতীয় অগ্রাধিকারমূলক ক্ষেত্রে পাইলট প্রকল্প ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সিস্টেম উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।

এছাড়াও, অ্যাকাডেমিয়া, সরকারি সংস্থা এবং আন্তর্জাতিক পার্টনার্সদের মধ্যে জ্ঞান বিনিময়, কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ অর্থায়নের সুযোগ সৃষ্টির মাধ্যমে গবেষণা ও উদ্ভাবনকে আরো এগিয়ে নেওয়া হবে। 

এই চুক্তি বাংলাদেশের উদ্ভাবন ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার পাশাপাশি গবেষণাভিত্তিক নীতি সহায়তা ও বৈশ্বিক জ্ঞান বিনিময়কে এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

একই সঙ্গে, এই উদ্যোগটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ব্র্যাক ইউনিভার্সিটির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিশেষ করে এসডিজি ৪ (গুণগত শিক্ষা), এসডিজি ৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো), এসডিজি ১৩ (জলবায়ু কার্যক্রম), এসডিজি ১৬ (শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান) এবং এসডিজি ১৭ (অংশীদারিত্বের মাধ্যমে লক্ষ্য অর্জন) বাস্তবায়নে এই সহযোগিতা ভূমিকা রাখবে।

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত সচিব আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, যুগ্মসচিব মোহাম্মদ ইফতেখার হোসেন ও মো. ছরোয়ার হোসেন, এবং উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন সিইডির হেড আফসানা চৌধুরী, ডেটা ইন্টিগ্রেশন ও পার্টনারশিপ বিভাগের লিড জাবির আল সিরাজী, এবং ডিজিটাল ব্রিজ পার্টনার্স লিমিটেডের প্রতিনিধি হায়দার আনোয়ার ও নাবিল চৌধুরী।