প্রফেসর সৈয়দ মনজুরুল ইসলামের কর্মময় জীবনকে স্মরণ
প্রফেসর সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন এক আলোকিত শিক্ষক, যিনি শিক্ষা ও শিক্ষকতাকে কেবল পেশা হিসেবে নয়, বরং নৈতিক দায়বদ্ধতা ও মানবিক দায়িত্ব হিসেবে দেখতেন। তিনি বিশ্বাস করতেন শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল তথ্য বা ডিগ্রি অর্জন নয়, বরং শিক্ষার্থীর অন্তরে জ্ঞান, সৌন্দর্য ও মানবিক মূল্যবোধের জাগরণ ঘটানো যাতে তারা জ্ঞানী হওয়ার পাশাপাশি মানবিকতা ও সামাজিক চেতনায়ও সমৃদ্ধ হয়ে ওঠে। ব্র্যাক ইউনিভার্সিটিতে এক স্মরণসভায় প্রখ্যাত শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও গবেষক প্রফেসর সৈয়দ মনজুরুল ইসলামকে এভাবেই শ্রদ্ধাভরে স্মরণ করেছেন তার শিক্ষার্থী, সহকর্মী এবং বন্ধুরা।
প্রিয় মানুষদের কাছে ‘এসএমআই’ নামেই অধিক পরিচিত ছিলেন প্রফেসর মনজুরুল। তিনি তার অধ্যাপনা, সাহিত্যচর্চা, নৈতিক মূল্যবোধ এবং বাংলাদেশের সংস্কৃতি ও নাগরিক সমাজের প্রতি অসম্ভব মায়ার কারণে সবার কাছেই অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন। গত ১০ অক্টোবর ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সবার প্রিয় এই শিক্ষক।
ব্র্যাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ (ইএনএইচ) এর উদ্যোগে এই স্মরণসভা আয়োজিত হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটির সাথে প্রফেসর মনজুরুলের রয়েছে অত্যন্ত নিবিড় সম্পর্ক। তিনি ২০০১ সালে ব্র্যাক ইউনিভার্সিটির ইএনএইচ বিভাগের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিভাগের পাঠ্যক্রম প্রণয়ন দলের অন্যতম সদস্য ছিলেন।
অনুষ্ঠানে প্রফেসর মনজুরুলের লেখা ছোটগল্প পাঠ করেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এবং রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন তার সাবেক শিক্ষার্থী ও সহকর্মী আসিফা সুলতানা ও সৈয়দা ফারজানা সুলতানা। ইএনএইচ এর শিক্ষক শাকিকা রুবাইয়াত নির্মিত একটি ভিডিও প্রদর্শনের মাধ্যমে স্মরণসভাটি শেষ হয়। ভিডিওটিতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানানো হয় এই পৃথিবীতে নিজের চিহ্ন রেখে যাওয়ার, যাতে তা পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে ওঠে, যেমনটি করে দেখিয়েছেন প্রফেসর মনজুরুল।
স্মরণসভায় উপস্থিত থেকে প্রফেসর মনজুরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজ এর সদস্য রাশেদা কে চৌধুরী; বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর আরশাদ মাহমুদ চৌধুরী; ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ইমেরিটাস মনজুর আহমেদ, লার্নিং অ্যান্ড টিচিং ইনোভেশন সেন্টারের ডিরেক্টর মো. গোলাম সামদানী ফকির; ইএনএইচ এর চেয়ারপারসন প্রফেসর ফিরদৌস আজিম, ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার এর চেয়ারপারসন জয়নাব ফারুকী আলী, ইএনএইচ এর প্রফেসর সাবিহা হক, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ফখরুল আলম; গবেষক ও সাংবাদিক আফসান চৌধুরী; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারপারসন তাজিন আজিজ চৌধুরী এবং একই বিভাগের প্রফেসর তাহমিনা আহমেদ।

























