সাউথইস্ট ইউনিভার্সিটিতে ৪র্থ আইইইই কনফারেন্স অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) গত ৪-৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ৪র্থ আইইইই কনফারেন্স অন পাওয়ার, ইলেক্ট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনস (PEEIACON 2025)-এর আয়োজন করে।
আইইইই বাংলাদেশ সেকশন (IEEE Bangladesh Section) এবং আইইইই ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশনস সোসাইটি (আইএএস) বাংলাদেশ চ্যাপ্টার যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
দুই দিনব্যাপী এই ইভেন্টটি শুরু হয় ৪ ডিসেম্বর, ২০২৫ তারিখে এসইইউ-এর মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনের মাধ্যমে। উদ্বোধনী অধিবেশনের বক্তারা ছিলেন- অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম, উপাচার্য, এসইইউ; অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর, এসইইউ; ড. সেলিয়া শাহনাজ, কনফারেন্স চেয়ার এবং অধ্যাপক, ইইই বিভাগ, বুয়েট; ড. শাইখ এ. ফাত্তাহ, টেকনিক্যাল চেয়ার এবং অধ্যাপক, ইইই বিভাগ, বুয়েট; অধ্যাপক ড. এম. ইমামুল হাসান ভূঁইয়া, অর্গানাইজিং চেয়ার এবং অধ্যাপক, ইইই বিভাগ, বুয়েট; অধ্যাপক ড. দেওয়ান মো. ফরিদ, ডিন, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, এসইইউ। এসইইউ-এর ইইই বিভাগের প্রভাষক মিস ফারজানা আলম স্বাগত বক্তব্য প্রদান করেন।
সম্মেলনে গবেষণা পত্র উপস্থাপন, আকর্ষণীয় প্লেনারি এবং আমন্ত্রিত আলোচনা ও ওয়ার্কশপ অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও, এই আয়োজনে উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (WIE) ওয়ার্ল্ড সামিট ২০২৫ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের ওপর একটি আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা ধারণা ও সমাধান তুলে ধরেন। অধিকাংশ প্লেনারি বক্তা ইউএসএ, অস্ট্রেলিয়া, ভারত এবং সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি যোগদান করেন । PEEIACON 2025-এ ১০০টিরও বেশি গবেষণাপত্র উপস্থাপিত হয়। প্রবেশগম্যতা এবং অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে এটি হাইব্রিড পদ্ধতিতে পরিচালিত হয়েছিল।

























