
এডাস্ট ফুটসাল প্রিমিয়ার লীগ সিজন-২ এর চ্যাম্পিয়ন “দ্যা আরকানস”
অতীশ দীঙ্ককর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এডাস্ট ফুটসাল প্রিমিয়ার লিগ সিজন ২-এ ফাইনাল ম্যাচে টীম গ্যালাক্সি-০৬ কে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছে টীম আরকানস।
বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে টীম আরকানস শুরু থেকেই আক্রমণাত্মক খেলা প্রদর্শন করে। টীম আরকানসাস প্রথমে গোল হজম করেও দ্বিতীয় অর্ধে পর পর ২ গোল করে খেলায় দারুনভাবে ফিরে আসে ও ২- ১ গোল করে ম্যাচে প্রাধান্য প্রতিষ্ঠা করে। দ্বিতীয়ার্ধে গ্যালাক্সি এক গোল শোধ দিলেও, শেষদিকে আরকানসের তৃতীয় গোলটি প্রতিপক্ষের সব আশা নিভিয়ে দেয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম বিজয়ী দলকে ট্রফি ও সম্মাননা প্রদান করেন। এসময় তিনি বলেন এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবারের লীগে অংশগ্রহণকারী সকল দলের প্রতি তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব জনাব মোঃ কামরুজ্জামান লিটু বলেন এডাস্ট কর্তৃপক্ষ খেলাধূলা, সংস্কৃতি চর্চাসহ মানবিক গুণাবলী সম্পন্ন গ্রাজুয়েট তৈরি করতে বদ্ধপরিকর। খেলাধূলার উন্নয়নে সকল ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে আয়োজক কমিটির সদস্যদের বিশেষ করে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ফাইজুল হাসান সাকিব, শিক্ষার্থী মাসুদ রানা, আরাফাত, মাশরাফি ও মিথুন সরকারকে সফলভাবে সিজন ১ ও ২ আয়োজন করার জন্য ধন্যবাদ জানান।
সিজন ২ এর সেরা গোলকিপার আরাফাত, মোস্ট ভেলুয়েবল প্লেয়ার নিহাদ (ফাইনালে হেট্রিক) এবং প্লেয়ার অব দি টূর্নামেন্ট- শুভ।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদার, আইকিউএসি'র পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। পুরো টুর্নামেন্টেজুড়ে শিক্ষার্থীদের বিপুল উৎসাহ ও অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।