ঢাকা   মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

প্রত্যাশার চেয়ে নির্বাচন ভালো হয়েছে: সিইসি

প্রত্যাশার চেয়ে নির্বাচন ভালো হয়েছে: সিইসি

প্রত্যাশার চেয়ে নির্বাচন ভালো হয়েছে: সিইসি

ভোট প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ৭ জানুয়ারি, রবিবার রাত ৯ টায় মিডিয়া সেন্টারে পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'ভোট প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে। আমরা এতটাও আশা করিনি।'

এর আগে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে সিইসি বলেন, ‘সারাদেশে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত এটাই নির্ভরযোগ্য তথ্য। পরে সব তথ্য যোগ হলে এই তথ্য বাড়তে বা কমতে পারে।’

একই সঙ্গে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‌‘নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।’