ঢাকা   শনিবার ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

ডেঙ্গুতে আরো ৯ জনের মৃত্যু, আক্রান্ত ২০৪৬

স্বাস্থ্য

প্রকাশিত: ২০:৫৬, ১১ আগস্ট ২০২৩

আপডেট: ১৯:১৭, ১৩ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

ডেঙ্গুতে আরো ৯ জনের মৃত্যু, আক্রান্ত ২০৪৬

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২ হাজার ৪৬ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫৩ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বাকি ১ হাজার ১৯৩ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৯ হাজার ৬৭৫ জন রোগী। এর মধ্যে ৪ হাজার ৪২১ জন ঢাকায় এবং ৫ হাজার ২৫৪ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৮০ হাজার ৭৪ জন। অন্যদিকে, চিকিৎসা শেষে ৭০ হাজার ২৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৭৩ জন মারা গেছেন।

সর্বশেষ