ঢাকা   রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬

পাকিস্তানে স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা

পাকিস্তানে স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা

পাকিস্তানে স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা

পাকিস্তানের আগামী সপ্তাহের সাধারণ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়া এক সংসদ সদস্য প্রার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৩১ জানুয়ারি) আফগান সীমান্ত লাগোয়া উপজাতি অধ্যুষিত বাজুর জেলায় এ ঘটনা ঘটে।

নিহত স্বতন্ত্র প্রার্থীর নাম রেহান জায়েব খান। তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত প্রার্থী ছিলেন বলে দাবি করেছিলেন।

বাজুর জেলা পুলিশের কর্মকর্তা রশীদ খান বলেন, বাজুর জেলায় রেহান জায়েব খান ও তার চার সহযোগীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় উদ্ধার করে রেহান জায়েব খান ও তার সহযোগীদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রেহান। এছাড়া তার চার সহযোগীর অবস্থা আশঙ্কাজনক।

সূত্র: রয়টার্স ও এনডিটিভি