ঢাকা   মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

আবারো যুক্তরাজ্যের এমপি হলেন টিউলিপ সিদ্দিক

আবারো যুক্তরাজ্যের এমপি হলেন টিউলিপ সিদ্দিক

আবারো যুক্তরাজ্যের এমপি হলেন টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। লেবার পার্টির প্রার্থী টিউলিপ তার নির্বাচনী এলাকা হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের আসন থেকে কজারভেটিভ প্রার্থী ডন উইলিয়ামসকে বিপুল ভোটে পরাজিত করেন।

শুক্রবার পার্লামেন্টের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

টিউলিপ সিদ্দিক পেয়েছেন ২৩ হাজার ৪৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন মাত্র আট হাজার ৪৬২ ভোট। তৃতীয় অবস্থানে আছেন গ্রিন পার্টি থেকে লরনা জেন রাসেল। তিনি পেয়েছেন ছয় হাজার ৬৩০ ভোট।

টিউলিপ সিদ্দিক প্রথমবার হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে এমপি নির্বাচিত হন ২০১৫ সালে। তার মা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানা।