ঢাকা   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৭

গণমাধ্যমকে হুমকি দিলে ব্যবস্থা নেবে সরকার

গণমাধ্যম

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ০১:২২, ২৫ অক্টোবর ২০২৪

গণমাধ্যমকে হুমকি দিলে ব্যবস্থা নেবে সরকার

গণমাধ্যমকে হুমকি দিলে ব্যবস্থা নেবে সরকার

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান আক্রান্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নির্দিষ্ট কিছু গণমাধ্যমকে লক্ষ্য করে পরিকল্পিত অবরোধ ও হুমকির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মন্ত্রণালয়।

অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে হুমকি এবং সংবাদমাধ্যমকে ভয় দেখানোর যেকোনো প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, 'এ ধরনের ঘটনা ঘটলে দায়ীদের আইনের আওতায় আনা হবে।’

সূত্র: ইউএনবি

জনপ্রিয়