ঢাকা   বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১, ০২ জমাদিউস সানি ১৪৪৬

গাইবান্ধার কামারজানীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাইবান্ধার কামারজানীতে  ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাইবান্ধার কামারজানীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাইবান্ধা সদর উপজেলার কামারজানীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা সেখ ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে ঐতিহ্যবাহী কামারজানী নৌবন্দর ঘাটে উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

কামারজানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী স্বপন কুমার সাহা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ,  জনাব মাহাবুব আরা বেগম গিনি, এমপি।

তিনি নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন এবং গ্রামীন ঐতিহ্যকে ধরে রাখতে সমাজের সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌর মেয়র জনাব মো. মতলুবর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, কামারজানী ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট একেএম মহিবুল হক সরকার মোহন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আসিব সরকার, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রায়হান সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মডিউল ইসলাম।

নৌকা বাইচ প্রতিযোগিতায় কুড়িগ্রাম, জামালপুর, সারিয়াকান্দি সহ নদী বেষ্টিত অঞ্চলের ২০টি দল অংশগ্রহণ করে।