ঢাকা   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২, ০৫ সফর ১৪৪৭

হামলা করে এনসিপিকে দমানো যাবে না: নাহিদ ইসলাম

রাজনীতি

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ০২:০৩, ২১ জুলাই ২০২৫

হামলা করে এনসিপিকে দমানো যাবে না: নাহিদ ইসলাম

হামলা করে এনসিপিকে দমানো যাবে না: নাহিদ ইসলাম

সত্য উন্মোচন করায় দেশের বিভিন্ন স্থানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে বলে দাবি করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 

তবে হামলা করে ২৪ এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া এই দলের নেতাকর্মীদের দমানো যাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আমাদের সাথে আছে তারুণ্যের শক্তি; যে শক্তি ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।

রোববার রাতে চট্টগ্রাম নগরের বিপ্লব উদ্যানে জুলাই পদযাত্রার সমাবেশে এ মন্তব্য করেন তিনি ৷ এসময় নাহিদ ইসলাম বলেন, কক্সবাজারে আমাদের দলের নেতা নাছির উদ্দীন পাটোয়ারী সত্য উন্মোচন করেছেন ৷ সারাদেশে নেতাকর্মীরা সত্য বলছেন ৷ এজন্যই হামলা করা হচ্ছে ৷ বাঁশখালীতে এনসিপির সংগঠকদের উপর হামলা করা হয়েছে। আমরা বলতে চাই, বাধা দিয়ে, ভয় দেখিয়ে তারুণ্যের দল এনসিপিকে দমানো যাবে না ৷ এনসিপি দমবে না ৷ এনসিপি সকল বাধা-বিপত্তি, রক্ত চক্ষুকে উপেক্ষা করেই এসেছে।

নাহিদ আরও বলেন, আমরা চট্টগ্রামকে কয়েকটি পরিবারের কাছে ইজারা দিব না ৷ আমরা বিদ্রোহ, সংস্কৃতি ও বাণিজ্যের কেন্দ্র বীর চট্টগ্রামে এসেছি ৷ চট্টগ্রামের জনতা প্রমাণ করে আমাদের শক্তি জনতা ৷

তিনি বলেন, চট্টগ্রামকে আমরা সার্বভৌমত্ব রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল মনে করি ৷ এই চট্টগ্রামের দিকে কেউ চোখ তুলে তাকালে সারাদেশ থেকে বিপ্লব ঘোষণা করা হবে ৷ চট্টগ্রামকে নতুন অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে হবে, চট্টগ্রামকে শক্তিশালী করতে হবে ৷ আমাদের সমুদ্র শক্তি, নৌ শক্তিকে শক্তিশালী করতে হলে চট্টগ্রামকে শক্তিশালী করতে হবে ৷ জাতীয় নাগরিক পার্টি সেটাই করবে ৷

এদিন বিকাল সাড়ে পাঁচটায় বিপ্লব উদ্যানে প্রশাসনের কড়া নিরাপত্ত্বার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পদযাত্রা ও সমাবেশ শুরু হয়। সারজিস আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- এনসিপির সদস্য সচিব আখতার হোসাইন, হাসনাত আবদুল্লাহ, নাছির উদ্দীন পাটোয়ারী, ডা. তাসনীম জারা, সাগুপ্তা বুশরা মিশিমা, সামান্তা শারমিনসহ ২৪ এর গণ অভ্যুত্থানের রূপকার নতুন এই রাজনৈতিক দলটির কেন্দ্রীয় নেতারা।

সিএমপির মুখপাত্র মাহমুদা বেগম জানান, গোপালগঞ্জ ও চকরিয়ায় হামলার পর চট্টগ্রামে যাতে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে জন্যই পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।