ছাত্রসংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না: মির্জা ফখরুল
ছাত্রসংসদ নির্বাচনের ফলাফলের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রসংসদ নির্বাচনে বিএনিপর অঙ্গসংগঠন ছাত্রদল সমর্থিত প্রার্থীদের পরাজয় বিষয়ে মির্জা ফখরুলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি একটি গবেষণার বিষয়। বিগত সরকারের সময় বিরোধী ছাত্রসংগঠনগুলো, বিশেষ করে ছাত্রদল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে তাদের কার্যক্রম চালাতে পারেনি। তাদেরকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হয়নি। হলগুলোতে থাকতে দেয়া হয়নি। এজন্য ছাত্রসংসদ নির্বাচনের ফলাফলের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে বলে আমি মনে করি না।
একইসাথে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, গোটা দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি খুব সন্তুষ্ট হতে পারছি না।
কারণ হিসেবে তিনি বলেন, যেভাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে। আমরা এটার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছি। কিন্তু সরকারের তরফ থেকে সে ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা আশা করব যে, সরকার এ ব্যাপারে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং এ ঘটনাগুলোর যেন নির্বাচনের সময় পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে তারা আরো সক্রিয় ভূমিকা পালন করবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঠাকুরগাঁও আগমন উপলক্ষে বিএনপি মহাসচিব বলেন, ‘তারেক রহমান সাহেবের সফরটাকে অনেকটা ব্যক্তিগত সফর বলতে পারেন। কারণ, দীর্ঘদিন পর তিনি দেশে ফিরেছেন। স্বাভাবিকভাবেই তিনি তার পৈতৃক ভিটা বগুড়ায় আসবেন। সেখান থেকে তিনি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে আসবেন। এরপর দিনাজপুর ওনার নানির কবর জিয়ারত করবেন, সেই সাথে ঠাকুরগাঁও আসবেন। এখানে জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন- এমন কয়েকজনের কবর জিয়ারত করবেন। সেই সাথে দেশনেত্রীর জন্য আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।’
এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্ল্যেখ্য, আগামী ১২ জানুয়ারি রাতে ঠাকুরগাঁওয়ে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরদিন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার মাগফিরাতের জন্য আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।

























