ঢাকা   বুধবার ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১, ১২ রবিউস সানি ১৪৪৬

সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন প্রো ভিসি অধ্যাপক এম মোফাজ্জল হোসেন

সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন প্রো ভিসি অধ্যাপক এম মোফাজ্জল হোসেন

সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন প্রো ভিসি অধ্যাপক এম মোফাজ্জল হোসেন

অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, এসএম আইইইই, সাউথইস্ট ইউনিভার্সিটির (এসইইউ) প্রো ভাইস চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন। এসইইউর চ্যান্সেলর ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেন।

অধ্যাপক হোসেন দেশে ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৩০ বছরেরও বেশি সময়ের শিক্ষকতা, গবেষণা এবং প্রশাসনিক কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি এর আগে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 

এর পূর্বে, তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে EEE বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং জাপানের টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি JASSO ফেলো ছিলেন।