
সাউথইস্ট ইউনিভার্সিটিতে জুলাই স্মরণে আলোচনা সভা
সাউথইস্ট ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে ‘জুলাই স্মরণ ২০২৫’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ তারিখে ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদদের আত্মত্যাগ, আন্দোলনের তাৎপর্য এবং শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা তুলে ধরেন।
সাউথইস্ট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহীদ ফারহান ফাইয়াজের মুনাম্মা খ্যাত মিসেস ফারজানা মুনমুন। বিশেষ বক্তব্য রাখেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অগ্নিঝরা জুলাই আন্দোলনের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয় এ অনুষ্ঠানে। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাউথইস্ট বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম; ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব:)। অনুষ্ঠানের আলোচনা পর্বে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষার্থীরা।