ঢাকা   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৭

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের

এগ্রিবিজনেস বিভাগের গ্র্যাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ক্যাম্পাস

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ২২:৫৫, ১৮ জুলাই ২০২৫

এগ্রিবিজনেস বিভাগের গ্র্যাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত

এগ্রিবিজনেস বিভাগের গ্র্যাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস বিভাগের গ্র্যাজুয়েশন সমাপ্ত করা শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান জনাব শামসুল আলম লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব শামসুল আলম লিটন তাঁর বক্তব্যে বলেন, "শিক্ষার্থীরা দেশের কৃষি উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে—এই প্রত্যাশা করি। তাদের কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত কৃষিনির্ভর অর্থনীতির পথে এগিয়ে নিতে হবে।"

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম । উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, "বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি অর্জনের স্থান নয়; এটি একটি জীবনগঠনের কেন্দ্র। ভবিষ্যৎ কৃষি অর্থনীতিতে নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে হবে।"

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য প্রদান করেন বিওটি এর সদস্য ড. সিরাজুল ইসলাম চৌধুরী, মোসাম্মৎ কামরুন্নাহার, ট্রেজারার জনাব এ কে এম দেলোয়ার হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একুয়াকালচার বিভাগের অধ্যাপক ড এম এ সালাম এবং এগ্রিবিজনেস বিভাগের এডভাইজর মীর্জা হাছানুজ্জামান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান ড. মোঃ মোশাররফ হোসেন। সভাপতির বক্তব্যে ড. মোঃ মোশাররফ হোসেন বলেন, "এগ্রিবিজনেস শুধু একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব। বিদায়ী শিক্ষার্থীরা যেন কৃষি ও ব্যবসার সংযোগ স্থাপনে দক্ষ হয়ে উঠতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।"

অনুষ্ঠানে গ্রাজুয়েশন সম্পন্নকারী কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এগ্রিবিজনেস বিভাগের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীসহ অন্যান্য অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

জনপ্রিয়