ঢাকা   বুধবার ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

সাউথইস্ট ইউনিভার্সিটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

সাউথইস্ট ইউনিভার্সিটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

সাউথইস্ট ইউনিভার্সিটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

সাউথইস্ট ইউনিভার্সিটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক অধ্যাপক মো: মোক্তার আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও শিক্ষা নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তারেক এম. তৌফিকুর রহমান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন।

অনুষ্ঠানের বক্তারা সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। পরিশেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা মুসলিম উম্মাহ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন।

অনুষ্ঠানে রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।