
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল
থাইল্যান্ডের সংসদ রক্ষণশীল বিরোধী ভুমজাইথাই পার্টির নেতা ও নিমার্ণ খাতের সফল ব্যবসায়ী আনুতিন চার্নভিরাকুলকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশটির সংসদে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোট অনুষ্ঠিত হয়। ভোটে বিজয়ী আনুতিন ক্ষমতাসীন ফিউ থাই পার্টির পেতংতার্ন সিনাওয়াত্রার স্থলাভিষিক্ত হবেন।
পেতংতার্নকে গত মাসে নীতিশাস্ত্র কেলেঙ্কারির কারণে সাংবিধানিক আদালত বরখাস্ত করেছিল।
উদারপন্থী পিপলস পার্টির সমর্থনে আনুতিন জনপ্রিয় ফিউ থাই পার্টির প্রার্থী চাইকাসেম নিতিসিরির বিরুদ্ধে জয়লাভ করেন। পার্লামেন্টের বৃহত্তম দলের এই সমর্থন আনুতিনের চার মাসের মধ্যে সাধারণ নির্বাচনের প্রতিশ্রুতির ভিত্তিতে তৈরি হয়েছিল।
থাইল্যান্ডের পার্লামেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভসের মোট আসনসংখ্যা ৪৯২। বিজয়ের জন্য কমপক্ষে ২৪৭ জন এমপির ভোট পাওয়া জরুরি ছিল ৫৮ বছর বয়সী আনুতিনের জন্য। ভোটের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, আনুতিনের পক্ষে ভোট দিয়েছেন ৩১১ জন এমপি। অন্যদিকে চাইকাসেম ১৫২টি ভোট পেয়েছেন। মোট ২৭ জন ভোটদানে বিরত ছিলেন।
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের কাছ থেকে আনুষ্ঠানিক নিয়োগ পাওয়ার পর, আনুতিন ও তার সরকার আগামী কয়েক দিনের মধ্যে দায়িত্ব গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা