ঢাকা   শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

সাউথইস্ট ইউনিভার্সিটিতে প্রতিবন্ধী যত্ন ও পুনর্বাসন বিষয়ক সেমিনার

সাউথইস্ট ইউনিভার্সিটিতে প্রতিবন্ধী যত্ন ও পুনর্বাসন বিষয়ক সেমিনার

সাউথইস্ট ইউনিভার্সিটিতে প্রতিবন্ধী যত্ন ও পুনর্বাসন বিষয়ক সেমিনার

সাউথইস্ট ইউনিভার্সিটির (এসইইউ) ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) গত ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে “দি নিড ফর রিহেবিলেশন অ্যাজ এ মেজর পার্ট অব ডিজেবল কেয়ার” শীর্ষক একটি বিশেষ সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরপি’র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক, ভ্যালেরি এ. টেইলর। বাংলাদেশে প্রতিবন্ধী যত্নের প্রতি তার আজীবন উৎসর্গ অসংখ্য মানুষের জীবন বদলে দিয়েছে। মিস টেইলর তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন যে, প্রতিবন্ধী মানুষের কল্যাণের জন্য নতুন এবং স্বল্প খরচের প্রযুক্তি উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কাজ করতে সিআরপি অত্যন্ত আগ্রহী। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইআরটি’র পরিচালক অধ্যাপক ড. হাসনাত এম. আলমগীর।

সেমিনারটিতে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।