ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

ই-কমার্সের নতুন আইনে সাধুবাদ ই–ভ্যালির

ই-কমার্সের নতুন আইনে সাধুবাদ ই–ভ্যালির

অনলাইন শপ থেকে কেউ কোনো পণ্য কিনলে সে টাকা প্রথমে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে জমা হবে। পণ্য ডেলিভারি হবার পর সে টাকা ই-কমার্স কোম্পানিকে দেওয়া হবে। গ্রাহক পণ্যে সরবরাহ করার পরই ই-কমার্স প্রতিষ্ঠানগুলো সেই পণ্যের মূল্য পাবে এবং ব্যাংক বা ক্রেডিট কার্ড যাদের আছে, তার পেমেন্ট নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে ই-কমার্স নিয়ে বহুপক্ষীয় বৈঠক হয়। এই আলোচনায় বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের সঙ্গে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের পর এই সিধান্ত নিল বাণিজ্য মন্ত্রণায়। এ বিষয়ে ই–ভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘গণমাধ্যমের সূত্রে বিষয়টি তারা জেনেছে এবং এই বিষয়টিকে আমরা স্বাগত জানাই। আগে থেকেই ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর পণ্য ডেলিভারি সংক্রান্ত একটা নীতিমালা চেয়ে আসছে যা সকলের জন্য ভালো হয়- বলছিলেন ইভ্যালি সিইও মোহাম্মাদ রাসেল।