ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভোজ্যতেলের ভ্যাট প্রত্যাহার

উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভোজ্যতেলের ভ্যাট প্রত্যাহার

বাজারে দাম সহনীয় করতে ব্যবসায়ী ও উৎপাদন পর্যায়ে পরিশোধিত সয়াবিন ও পাম তেলের ভ্যাট প্রত্যাহার করে মূলধনী যন্ত্রপাতি সংক্রান্ত প্রজ্ঞাপন (এসআরও) জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। আজ সোমবার (১৪ মার্চ) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে এদিন মন্ত্রিসভার বৈঠকে ভোজ্যতেলের অনিয়ন্ত্রিত দাম এবং রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রী দাম নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ দেন। এনবিআরকে ভ্যাট কমানোর জন্য বলা হয়। প্রয়োজনীয় অন্যান্য নিত্যপণ্যের ভ্যাট কমানোর বিষয়েও পদক্ষেপ নিতে বলা হয়েছে বৈঠকে। এর আগে সোমবার বিকেলে সচিবালয়ে ভোজ্যতেল আমদানিতে ১০ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ হচ্ছে বলে জানিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সয়াবিন ও পাম তেলে এই ভ্যাট দিতে হবে না। একই সঙ্গে ভোজ্যতেল উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।