ঢাকা   রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬

আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা

আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা

আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা

আজ বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন সিইসি। বিটিভিসহ সকল গণমাধ্যমে এই ভাষণ প্রচার করা হবে।

বুধবার সকালে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব মো: জাহাঙ্গির আলম গণমাধ্যমকে এই তথ্য জানান।

জাহাঙ্গির আলম জানান, আজ বিকেল ৫টায় তফসিল নিয়ে কমিশন সভা করবেন সিইসি। এর পর সন্ধ্যায় চূড়ান্তভাবে ঘোষণা করা হবে তফসিল। এরপরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ জানা যাবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। নির্বাচনের পর সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ৩০ জানুয়ারি। তাই সংবিধান অনুযায়ী, বর্তমান সংসদের পাঁচ বছর মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। পরবর্তী সংসদের জন্য ভোটগ্রহণ করতে হবে তার আগের ৯০ দিনের মধ্যে। 
অর্থাৎ গত ১ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে। আর ২৯ জানুয়ারির মধ্যে রয়েছে নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। আর ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি।