ঢাকা   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৭

করোনার টিকা নিলেন রাষ্ট্রপতি

সারাদেশ

প্রকাশিত: ১০:৩০, ১১ মার্চ ২০২১

আপডেট: ১০:৩০, ১১ মার্চ ২০২১

করোনার টিকা নিলেন রাষ্ট্রপতি

করোনাভাইরাসের টিকা নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল বুধবার (১০ মার্চ) বিকেলে  দিকে রাষ্ট্রপতি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেন। একইসঙ্গে তাঁর স্ত্রী রাশিদা খানমও  একইসঙ্গে  করোনাভাইরাসের টিকা নিয়েছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব গণমাধ্যমকে এই তথ্য নিশ্চত করেছেন। এসময় রাষ্ট্রপতি দেশবাসীকে করোনার টিকা নেয়া ও একই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২৪ ফেব্রুয়ারি তাঁর ছোট বোন শেখ রেহানা ও ১৪ ফেব্রুয়ারি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী করোনার টিকা নিয়েছেন। গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে করোনার গণটিকাদান শুরু করে সরকার। গতকাল পর্যন্ত ৪০ লাখ ১৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন। সরকার ১৩ কোটি মানুষকে বিনা মূল্যে করোনাভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা।

জনপ্রিয়