ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে: আইনমন্ত্রী

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে: আইনমন্ত্রী

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যেতে বিএনপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে  বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি  বলেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে আইন মন্ত্রণালয়ে কোনো আবেদন আসেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। এরপর তারা আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চাইবে।

খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি। তবে, মুক্ত হয়ে তিনি এভারকেয়ার হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতা।

তিনি আরও বলেছেন, বিএনপি যদি আইন ভঙ্গ করে রাজপথ অবরোধ করে, তাহলে ব্যবস্থা নেয়া হবে। আইন নিজস্ব গতিতে চলবে।