ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

গাজীপুরে টহলভ্যান উল্টে পুলিশ সদস্য নিহত

গাজীপুরে টহলভ্যান উল্টে পুলিশ সদস্য নিহত

গাজীপুরে টহলভ্যান উল্টে পুলিশ সদস্য নিহত

গাজীপুরে টহল পিকআপ ভ্যান উল্টে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন উপ-পরিদর্শকসহ আরও দুই পুলিশ সদস্য।

আজ শনিবার (২৫ নভেম্বর) ভোর রাত পৌনে চারটার দিকে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউটার্ন নেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত্রীকালীন টহল ডিউটিতে রাজেন্দ্রপুর এলাকায় ছিলেন এসআই মোছাব্বির, কন্সটেবল বিতান বড়–য়া ও কন্সটেবল মো. আক্কাস উদ্দিন। রাত পৌনে চারটার দিকে সালনা থেকে ময়মনসিংহগামী মহাসড়কে টহল শেষ করে ফিরছিল তারা। এ সময় রাজন্দ্রেপুর চৌরাস্তা এলাকায় ইউটার্ন নিতে গেলে অজ্ঞাতনামা একটি লরি ডিউটিতে থাকা পুলিশবহনকারী পিকআপকে (ঢাকামেট্টো-ন-২১-৫৮১১) ধাক্কা দেয়।

এতে পিকআপ ভ্যানে থাকা পুলিশের উপ-পরিদর্শক এসআই মোছাব্বির, কন্সটেবল বিতান বড়ুয়া ও কন্সটেবল মো. আক্কাস উদ্দিন আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কন্সটেবল বিতান বড়ুয়াকে মৃত ঘোষণা করেন।

ঘাতক লড়ি ও চালককে আটক করা যায়নি। তবে, আশপাশের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ চলছে বলে জানিয়েছে পুলিশ।