ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

আজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। গোপালগঞ্জ ৩ আসনের মনোনীত প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বৈঠকের কথা রয়েছে তার। এছাড়া জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী।

এটি তার ব্যক্তিগত সফর হওয়ায় কোনো আড়ম্বর বা আয়োজন কারণে নেই। নির্বাচনের আচরণবিধি মেনে চলার কথা জানিয়েছেন গোপালগঞ্জের নেতারা।

দুপুরে সড়ক পথে পদ্মাসেতু হয়ে গোপালগঞ্জে পৌঁছানোর পর টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। এরপর নিজ নির্বাচনী এলাকায় উপজেলা আওয়ামী লীগ অফিসে স্থানীয় নেতাকর্মীদের সাথে বৈঠক করবেন। কাল কোটালীপাড়ায় স্থানীয় নেতাকর্মীদের সাথে বৈঠক করার কথা রয়েছে আওয়ামী লীগ সভানেত্রীর।