ঢাকা   বুধবার ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১, ১২ রবিউস সানি ১৪৪৬

গাইবান্ধার কামারজানীতে কলেজ স্থাপনের অনুমোদন

গাইবান্ধার কামারজানীতে কলেজ স্থাপনের অনুমোদন

গাইবান্ধার কামারজানীতে কলেজ স্থাপনের অনুমোদন

গাইবান্ধা সদরের কামারজানী ইউনিয়নে উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজ স্থাপনে অনুমোদন দিয়েছে শিক্ষা বোর্ড দিনাজপুর। ইতোমধ্যে এই খবরটি প্রচার হলে স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

সোমবার (১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন নতুন এই কলেজের প্রতিষ্ঠাতা এম সাদ্দাম হোসেন পবন।

এর আগে গত ২৮ মার্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাপুরের কলেজ পরিদর্শক মো. আবু সায়েম স্বাক্ষরিত আদেশে গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নে কলেজ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র জানায়, ১৪ নভেম্বর ২০২৩ তারিখে মঞ্জুরি কমিটির তৃতীয় সভার সিদ্ধান্ত নং ০১ এবং ২৭ মার্চ ৪৬ তম বোর্ড সভার অনুমোদনক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশে - উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা বঞ্চিত কামারজানী ইউনিয়নে কলেজ স্থাপনের অনুমোদন দেওয়া হয়।

‘সামাজিক উন্নয়ন পদক্ষেপ’ নামের এ কলেজের প্রতিষ্ঠাতা এম সাদ্দাম হোসেন পবন বলেন, উচ্চশিক্ষা বঞ্চিত ৬টি ইউনিয়নের জনগোষ্ঠীর উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে ‘সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজ’ সহায়ক ভূমিকা রাখবে। আমরা স্বল্প খরচে উচ্চশিক্ষার প্রসার ঘটাতে চেষ্টা করবো।