
যান্ত্রিক ত্রুটির কারণে দুবাইয়ে আটকা বিমানের ২৭৫ যাত্রী
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে চট্টগ্রামমুখী একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গতকাল বুধবার রাত থেকে আটকে পড়ে আছে।
বোয়িং ৭৮৭-৯ মডেলের ওই উড়োজাহাজের ২৭৫ জন যাত্রী সেখানে আটকা পড়েছেন। যার মধ্যে ৫৫ জন ঢাকার, আর বাকিরা চট্টগ্রামের যাত্রী। এখন প্রায় ৩০ ঘণ্টা বিলম্বে আগামীকাল শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে পাঁচটায় চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে বিমানটির।
জানা গেছে, বিমানের এ ফ্লাইট দুবাইয়ে অবতরণ করেছিল রাত ১০টা ৫০ মিনিটে। সেখান থেকে ফিরতি ফ্লাইটে রওনা দেওয়ার কথা ছিল বুধবার রাত ১২টা ৫ মিনিটে। সেখান থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।
দুবাইয়ে বিমান বাংলাদেশের স্টেশন ম্যানেজার পি এম দস্তগীর গণমাধ্যমে বলেন, “হেভি লোড নেওয়ার কারণে বিমানের চাকায় বাতাসের স্ফীতি কমতে পারে। উড়োজাহাজটি বিমানের বহরে অপেক্ষাকৃত নতুন সংযোজন। এটি আমাদের টরন্টো, ইউরোপের গন্তব্যেই বেশি যায়। মঙ্গলবার এটি দুবাই থেকে ক্লিয়ার করেছি, তখনো কোন সমস্যা দেখা যায়নি।”