
অত্যন্ত আনন্দমুখর পরিবেশে গতকাল জার্মান আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৬ই অক্টোবর জার্মানীর রাজধানী বার্লিনে জার্মানী এবং সমগ্র ইউরোপের আওয়ামী লীগের নেতাকর্মিদের পদচারনায় মুখর হয়ে ওঠে সম্মেলন কেন্দ্র।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেনবীর মুক্তিযোদ্ধা কর্নেল ফারুক খান এমপি প্রেসিডিয়াম মেম্বার আওয়ামী লীগ এবং প্রধানবক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রহমান প্রেসিডিয়াম মেম্বার আওয়ামী লীগ এবং বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক জনাব দেলোয়ার হোসেন জার্মান আওয়ামী লীগের সাবেক প্রধান উপদেষ্টা জনাবআনোয়ারুল কবির। অতিথি বৃন্দ বাংলাদেশ থেকে ভার্চুয়ালী যুক্ত ছিলেন।
জার্মান আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এবং আহ্বায়ক কমিটির সভাপতি জয়নাল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনাকরেন নুরি খান, সেলিম ভুঁইয়া এবং নুরে আলম সিদ্দিকি রুবেল। উপস্থাপকদের অনুরোধে এরপর জার্মান এবং ইউরোপিয়ান আওয়ামী লীগের শীর্ষ নেতারমঞ্চে উপবিষ্ট হন।
জার্মানীর বেশীরভাগ রাজ্য থেকে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী সম্মেলনে অংশগ্রহণকরেন।
এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশেরআওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মন্ডলী এই সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিতছিলেন।শনিবার থেকেই বিভিন্ন শহরেরনেতাকর্মীরা সম্মেলন উপলক্ষে বার্লিনে আসা শুরু করেন।
রবিবার দিনভর সম্মেলন কেন্দ্রছিল মুখরিত নেতা কর্মীদের মুহুর্মুহু স্লোগানে। জাতীয় সংগীত পরিবেশন এবং ধর্মীয়গ্রন্থ পাঠের মধ্যদিয়ে দুপুরের পরপরই বার্লিনের একটি অডিটোরিয়ামে সম্মেলন শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে জনাবফারুক খান বলেন সকলের উপস্থিতিতে একটি গ্রহন যোগ্য এবং গনতান্ত্রীক পন্থায় নতুন কমিটিনির্বাচনের করা অত্যন্ত জরুরী।
প্রধান বক্তা জনাব আব্দুর রহমান এবং বিশেষ অতিথি দেলোয়ারহোসেন উভয়ই সম্মেলনের সফলতা কামনে করেন এবং নেতা কর্মীদের দেশ বিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সম্মেলন প্রস্তুতি কমিটি এবং নির্বাচন কমিশনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মাবু জাফর সপন সম্মেলনে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল করার জন্য সকলকেআন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একইসাথে বিনয়ের সাথে অনুষ্ঠান আয়োজনে যেকোনও ভুল হয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে এই সম্মেলনের নির্বাচন কমিশনার সাবেক সভাপতি জার্মান আওয়ামী লীগ সাহাব উদ্দিনের তত্বাবধানে উপস্থিত নেতাকর্মীদের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায়জনাব মিজানুর খান সভাপতি এবং মোবারাক আলী ভুঁইয়া সাধারন সম্পাদক নির্বাচিত হন।
এ সময় উপস্থিত সকলেই আনন্দ উল্লাসে মেতে উঠেন এবং জোর করতালির মাধ্যমে নতুন নির্বাচিত সভাপতিও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান। পরবর্তীতে জনাব ফারুক খান বলেননির্বাচিতদের প্রধান কাজ হবে জার্মান আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের সাথে নিয়ে দ্রুতপুর্নাঙ্গ কমিটি দিয়ে জার্মান আওয়ামী লীগকে সুসংগঠিত করা যাতে আগামী জাতীয় নির্বাচনে তারা আওয়ামী লীগনেত্রী শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
সম্মেলনে উপস্থিত ছিলেন জার্মান অনারারী কোনসোল ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া, মোঃজাকারিয়া, প্রফেসর সরিফুল ইসলাম, মাইদুল ইসলাম, প্রফেসর ডঃ গোলাম আবু জাকারিয়া, বার্লিন আওয়ামী লীগেরসভাপতি মাসুদুর রহমান, কামাল ভুঁইয়া হেসেন আওয়ামী লীগের সভাপতি, খালেকুজ্জামান এন আরভে আওয়ামী লীগের সভাপতি, এন আর ভে আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলম খান, মুরাদ ব্যাপারী মিউনিখ আওয়ামী লীগের সভাপতি, আব্দুলমালেক এবং জার্মান যুবলীগের সভাপতি খান সাবরা।সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশেরআওয়ামী লীগের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান আওয়ামী লীগের সদস্য সচিব লিঙ্কনমোল্লা, আবু সুনাম উদ্দিন খালেক, সভাপতি ফ্রান্স আওয়ামী লীগ, মোঃ শহিদ, সভাপতি ডেনমার্কআওয়ামী লীগ, মুরাদ খান, সাধারন সম্পাদক নেদারল্যান্ড আওয়ামী লীগ, রানা বখতিয়ার, সাধারনসম্পাদক অস্ট্রিয়া আওয়ামী লীগ, নুরুল আমীন লিপু, বীর মুক্তিযুদ্ধা শেখ মোঃ আলি, সভাপতিমুক্তিযুদ্ধা লীগ, নজরুল ইসলাম চৌধুরী, সাধারন সম্পাদক ফ্রান্স আওয়ামী লীগ, সামী দাস,সাধারন সম্পাদক ডেনমার্ক আওয়ামী লীগ।
