ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

গরিব ও দুস্থদের মাঝে যুবলীগের ইফতার বিতরণ

গরিব ও দুস্থদের মাঝে যুবলীগের ইফতার বিতরণ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্দেশনা অনুযায়ী পবিত্র রমজান মাস উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইউল্যাব বিশ্ববিদ্যালয়ে সামনে মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাসবিরুল হক অনুর সৌজন্যে ৫ শতাধিক মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়। কৃচ্ছ সাধনে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইফতার পার্টির বদলে গরিব ও দুস্থদের মাঝে ইফতার বিতরনের উদ্যোগ নেওয়া হয়েছে। উক্ত অনুষ্ঠানে তাসবিরুল হক অনু বলেন, শেখ হাসিনার সুরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, দেশ তার নেতৃত্বে থাকলে ভবিষ্যতেও আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।