লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার মনোয়ন ফরম জমা দিলেন অনু
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার দলীয় প্রতীকে মনোয়ন ফরম জমা দিয়েছেন মোঃ তাসবীরুল হক অনু। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য তিনি জনগণের সেবক হতে চান।
তিনি আরও বলেন, রামগতি এবং কমলনগর উপজেলার নদী-ভাঙ্গন কবলিত মানুষের পাশে থেকে সবার মুখে হাসি দেখতে চান। তিনি দলীয় মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
১৯৭৪ সালে পিতা শায়খুল হাদিস আল্লামা মরহুম মো: মোতাহার হোসেন এবং মাতা উম্মে কুলসুম গুলশান আরা বেগম এর কোলে জন্ম গ্রহণ করেন তাসবীরুল হক অনু। শৈশব থেকেই ধর্মীয় অনুশাসন ও রাজনৈতিক শিক্ষায় বড় হন। রায়ের বাজার উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি এবং নিউ মডেল ডিগ্রি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচ.এস.সি পাশ করে পরবর্তীতে স্নাতক সম্পন্ন করেন এবং আইন বিষয়ে এল.এল.বি সনদ গ্রহণ করেন।
মোঃ তাসবীরুল হক অনু ছোটবেলা থেকেই ছাত্রলীগের সাথে কাজ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঢাকা উত্তরের যুগ্ম-সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন।