বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ
অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। শনিবার (১৬ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২২ সালের ২০ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মিডিয়া সেল গঠন করা হয়। গঠিত বিএনপির মিডিয়া সেলের সদস্য অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে কয়েকমাস পূর্বে বিএনপি মিডিয়া সেলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
আজ থেকে অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

		























