
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ছয় উপজেলার অন্তত ৪০টি গ্রামের অর্ধলক্ষাধিক মুসলমান রোজা রাখা শুরু করেছেন।
সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা শনিবার (২ এপ্রিল) থেকে রোজা শুরু করেছেন। দরবার শরীফের গদিনশিন কামাল হোসেন নূরি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে শত বছর ধরে আমরা এই নিয়ম পালন করে আসছি। সুরেশ্বর দরবার শরীফের যারা অনুসারী তারা যেখানেই আছেন প্রত্যেকেই আজ থেকে রোজা রেখেছেন। শরীয়তপুরের অন্তত ৪০টি গ্রামের ভক্ত-অনুসারীরা রোজা পালন করছেন।
শুধু রোজা নয় ঈদুল আজহাও আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করি।
সৌদি চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে শুক্রবার রাতে জানানো হয়, শনিবার রমজান মাস শুরু হবে।
সাধারণত সৌদিতে রমজান মাস শুরুর পরদিন বাংলাদেশে রমজান শুরু হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে জাতীয় চাঁদ দেখা কমিটির ওপর।