
অপেক্ষার পালা প্রায় শেষ। বাজারে আসছে ওয়ালটন প্রিমো আর এক্স ৮এঁর ছোট ভাই আর এক্স ৮ মিনি। যদিও ছোট ভাই কিন্তু অধিক পাওয়ারফুল কোয়লাকম স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে এবার গেমারদের জন্য আসছে ওয়ালটন আর এক্স ৮ মিনি। গেমাদের কথা চিন্তা করেই আবারো কোয়ালকাম স্ন্যাপড্রাগন প্রসেসর এঁর মোবাইল নিয়ে হাজির হচ্ছে ওয়ালটন।
প্রিমো আর এক্স ৮ এঁর ছোট ভাই আর এক্স ৮ মিনিতে গেমারা পাবেন ভিন্ন এক অভিজ্ঞতা।গেমার ফোন আর এক্স ৭ মিনির উত্তরসূরি হিসেবে বেশ কিছু চমক থাকবে আর ক্স ৮ মিনিতে। তার মধ্যে অন্যতম হচ্ছে এর ক্যামেরা সেটাপ যাতে ১২ মেগাপিক্সেলের সনি মেইন ক্যামেরা সেন্সর, ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল আর ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। কোয়ালকাম স্ন্যাপড্রাগন প্রসেসর হবার সুবাদে একদম লেটেস্ট ভার্সন ফুল ফিচার্ড GCAM সাপোর্ট তো থাকবেই।
প্রথমবারের মত ব্যবহার করা হয়েছে কাস্টমাইজড ওয়ালটন ইউআই এছাড়াও অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে এন্ড্রেয়েড ১০ যা ইউজারদের দিবে নতুন এক্সপ্রেয়েন্স।
৪ জিবি শক্তিশালী এলপিডিডিআর৪ক্স এঁর সাথে রয়েছে শক্তিশালী ব্যাটারি। থাকবে বড় ডিস্প্লে বেশি ব্যটারি ব্যাকআপ ছাড়াও থাকছে আরো শক্তিশালী র্যাম-রম, ফাস্ট চার্জিং, ট্রিপল ব্যাক ক্যামেরাসহ আকর্ষণীয় সব ফিচার। থাকছে আকর্ষণীয় ৩টি কালার ভ্যরিয়েন্ট রেড, ব্ল্যাক আর ব্লু কালার। একবারেই হালকা বলে বহনেও হবে সহজ।
এঁর আগে প্রিমো আর এক্স ৭ মিনিত ও বাজারে আলোড়ন তুলেছিল বাজারে। ওয়ালটনের সর্বোচ্চ বিক্রিত মোবাইল ছিল এই আর এক্স ৭ মিনি। ধারনা করা হচ্ছে এবার আর এক্স ৮ মিনি আগের থেকে ছাড়িয়ে যাবে। কারন এবার প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন।
বাংলাদেশের চন্দ্রায় অবস্থিত ফ্যাক্টরিতে উৎপাদিত এই মোবাইলের দাম এখনো নির্ধারণ করেনি ওয়ালটন। তবে সুত্র বলছে বাজেট কিং হতে যাচ্ছে এবারের প্রিমো আর এক্স ৮ মিনি যা গেমার সহ সকল ব্যাবহারকারীদের জন্যই আকর্ষণীয় হবে বলে আশা করা যাচ্ছে।
