ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

প্রি-বুকিং করলেই নিশ্চিত ছাড় ওয়ালটন প্রিমো আর এক্স ৮ মিনি তে

প্রি-বুকিং করলেই নিশ্চিত ছাড় ওয়ালটন প্রিমো আর এক্স ৮ মিনি তে

ওয়ালটনের আপকামিং মোবাইল প্রিমো আর এক্স ৮ মিনি তে প্রি-বুকিং করলেই নিশ্চিত ১০০০/- (এক হাজার) টাকা ছাড়  পাওয়া যাবে বলে জানিয়েছে ওয়ালটন। গ্রাহকরা অনলাইনে প্রি বুকিং করার সুযোগ পাবেন। এছাড়াও ওয়ালটনের নিজস্ব শো-রুম (ওয়ালটন প্লাজা) তে গিয়ে ও বুকিং করতে পারবেন। ১০০০/- হাজার টাকা দিয়ে যে কেউ এই প্রি বুকিং দিতে পারবে। অনালাইনে প্রি-বুকিং দিতে কোন টাকা লাগবে না। প্রিমো  আর এক্স ৮ মিনিতে গেমারা পাবেন ভিন্ন এক অভিজ্ঞতা।গেমার ফোন আর এক্স ৭ মিনির  উত্তরসূরি হিসেবে বেশ কিছু চমক থাকবে আর ক্স ৮ মিনিতে। তার মধ্যে অন্যতম হচ্ছে এর ক্যামেরা সেটাপ যাতে ১২ মেগাপিক্সেলের সনি মেইন ক্যামেরা সেন্সর, ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল আর ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। কোয়ালকাম স্ন্যাপড্রাগন প্রসেসর হবার সুবাদে একদম লেটেস্ট ভার্সন ফুল ফিচার্ড GCAM সাপোর্ট তো থাকবেই। প্রথমবারের মত ব্যবহার করা হয়েছে কাস্টমাইজড ওয়ালটন ইউআই এছাড়াও অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে এন্ড্রেয়েড ১০ যা ইউজারদের দিবে নতুন এক্সপ্রেয়েন্স। ৪ জিবি শক্তিশালী এলপিডিডিআর৪ক্স এঁর সাথে রয়েছে শক্তিশালী ব্যাটারি।  থাকবে বড় ডিস্প্লে বেশি ব্যটারি ব্যাকআপ ছাড়াও থাকছে আরো শক্তিশালী র‌্যাম-রম, ফাস্ট চার্জিং, ট্রিপল ব্যাক ক্যামেরাসহ আকর্ষণীয় সব ফিচার। থাকছে আকর্ষণীয় ৩টি কালার ভ্যরিয়েন্ট রেড, ব্ল্যাক আর ব্লু কালার। একবারেই হালকা বলে বহনেও হবে সহজ।