ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

ফেমটোকেমিস্ট্রির জনক আহমেদ জেওয়েইল একজন মুসলিম বিজ্ঞানী

ফেমটোকেমিস্ট্রির জনক আহমেদ জেওয়েইল একজন মুসলিম বিজ্ঞানী

আহমেদ জেওয়েইল, রসায়ন (১৯৯৯): আহমেদ জেওয়েইল একজন মিসরীয় আমেরিকান রসায়নবিদ, যিনি রসায়নের একটি বিশেষ শাখা ফেমটোকেমিস্ট্রির জনক হিসেবে পরিচিত ছিলেন। জেওইয়েলের জন্ম ১৯৪৬ সালে, মিসরের শার্কিয়াতে। আলেক্সান্দ্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে ব্যাচেলর এবং মাস্টার্স করার পর তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া থেকে ১৯৭৪ সালে পিএইডি ডিগ্রী অর্জন করেন। এরপর তিনি ফ্যাকাল্টি অফ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে যোগ দেন এবং পরবর্তীতে ঐ ইউভার্সিটির রসায়ন বিভাগের প্রথম লিনাস পলিং প্রফেসর হিসেবে নিয়োগ পান। আহমেদ জেওইয়েলের গবেষণাকর্ম ফেমটোকেমিস্ট্রি নামে রসায়নের এক নতুন শাখার সূচনা করে। যেকোনো রাসায়নিক বিক্রিয়া শুরু হওয়ার পর অতি ক্ষুদ্র সময়ে তাদের পর্যবেক্ষণের যে পদ্ধতি, তাকেই ফেমটোকেমিস্ট্রি বলে। এই ক্ষুদ্র সময়ের একক ফেমটো সেকেন্ড থেকেই এর নামকরণ করা হয়েছে। ১ ফেমটো সেকেন্ড হচ্ছে ১ সেকেন্ডের ১ কোয়াড্রিলিয়ন (১০০০ ট্রিলিয়ন) ভাগের ১ ভাগ। জেওইয়েল বিশেষ ধরনের লেজারের মাধ্যমে বিক্রিয়া শুরু হওয়ার মাত্র ১০ সেকেন্ড পরে অণু-পরমাণুর গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করার প্রযুক্তি আবিষ্কার করেন, যা ফেমটোসেকেন্ড স্পেক্ট্রোস্কোপি নামে পরিচিত। মিসরের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার, কিং ফয়সাল ইন্টারন্যাশনাল প্রাইজ, আলবার্ট আইনস্টাইন ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড সহ অসংখ্য পুরস্কার অর্জন করেন। ফেমটোকেমিস্ট্রিতে গবেষণার জন্য জেওয়েইল ১৯৯৯ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। এটি ছিল কোনো আরব এবং কোনো মিসরীর বিজ্ঞানের কোনো শাখায় প্রথম নোবেল পুরস্কার লাভ। ২০১৬ সালে, ৭০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।