ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

আবারো বাবা হচ্ছেন মার্ক জাকারবার্গ

আবারো বাবা হচ্ছেন মার্ক জাকারবার্গ

আবারো বাবা হতে যাচ্ছেন ফেইসবুক নির্মাতা মার্ক জাকারবার্গ। বুধবার (২১ সেপ্টেম্বর) এক ফেইসবুক পোস্টে জাকারবার্গ জানিয়েছে, অনেক অনেক ভালোবাসা। আমি জানাতে পেরে আনন্দিত যে ম্যাক্স ও আগস্ট আগামী বছর নতুন বোন পেতে যাচ্ছে। জানা গেছে, মার্ক জাকারবার্গের স্ত্রীর নাম প্রিসিলা চ্যান। এ দম্পতির ম্যাক্স ও আগস্ট নামে আগেই দুই সন্তান রয়েছে। এর মধ্যে ফের বাবা হওয়ার সুখবর দিলেন বিশ্বের এই অন্যতম ধনী। তাদের প্রথম সন্তান ম্যাক্স জন্মগ্রহণ করে ২০১৫ সালে। ম্যাক্সের জন্মের সময় জাকারবার্গ তাদের সম্পদের অধিকাংশ দাতব্যকাজে ব্যয় করার ঘোষণা দেন। মার্ক জুকারবার্গ দীর্ঘ নয় বছর প্রেমের পর ২০১২ সালে ১৯ মে কলেজ জীবনের প্রেমিকা প্রিসিলা চ্যানকে বিয়ে করেন তিনি।