জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম
সাম্প্রতিক এক ইউটিউব সাক্ষাৎকারে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম জানিয়েছেন, জাতীয় দলে খেলার সময় তিনি যৌন হয়রানির শিকার হয়েছিলেন। জাহানারার অভিযোগ অনুযায়ী, নারী দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাঁর সঙ্গে অনৈতিক আচরণ করেছিলেন।
তিনি আরও দাবি করেন, তাঁর ক্রিকেট ক্যারিয়ারকে নষ্ট করার পেছনে জাতীয় দলের কয়েকজন সাবেক ও বর্তমান কোচিং স্টাফ এবং খেলোয়াড়ের সম্পৃক্ততা ছিল। জাহানারা বলেন, বিষয়গুলো তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অবগত করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এই ঘটনার পর বিসিবি জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাইয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে, এবং ১৫ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে হবে। জাহানারার বক্তব্য প্রকাশের পর দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

























