
পাহাড়ে নারী কৃষকদের বীজ উৎপাদনে প্রশিক্ষণ ও সমন্বয় সভা অনুষ্ঠিত
রাঙামাটির কাউখালী উপজেলায় আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট (IRRI) এবং এগ্রিবিজনেস এডুকেশন অ্যান্ড রিসার্চ ইন্টারন্যাশনাল (AERI)-এর উদ্যোগে নারী নেতৃত্বাধীন বীজ উৎপাদক দলের প্রশিক্ষণ ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। কাউখালী উইমেন ফার্মারস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন-এর অংশীদারত্বে আয়োজিত এই কার্যক্রমে পাহাড়ি এলাকার প্রায় ৩০ জন নারী কৃষক সরাসরি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণ পরিচালনা ও দিকনির্দেশনা দেন আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউটের Lead Specialist – Seed System & Product Management ড. মোহাম্মদ আশরাফুল হাবিব। তিনি বীজ উৎপাদন ব্যবস্থাপনা, জাত নির্বাচন, গুণগত মান রক্ষা এবং কৃষি প্রযুক্তির উপযোগী ব্যবহার সম্পর্কে নারী কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে ড. আশরাফুল হাবিব বলেন, “নারী কৃষকদের কার্যকর অংশগ্রহণ ছাড়া কৃষি খাতের টেকসই উন্নয়ন সম্ভব নয়। পাহাড়ি অঞ্চলের মতো প্রত্যন্ত এলাকায় নারী নেতৃত্বে বীজ উৎপাদন ও সংরক্ষণ উদ্যোগ আমাদের কৃষি ব্যবস্থাকে আরও আত্মনির্ভরশীল করে তুলবে। IRRI এই অঞ্চলের নারীদের জন্য এমন প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে।”
অনুষ্ঠানে উপস্থিত এক নারী কৃষক আরেমা মারমা বলেন, “আগে শুধু নিজ প্রয়োজনেই ধান উৎপাদন করতাম, এখন শিখেছি কীভাবে মানসম্মত বীজ উৎপাদন করে বিক্রি করা যায়।” আরেক কৃষক সুইক্লিচিং মারমা বলেন, “ড. আশরাফুল হাবিব স্যারের কাছ থেকে শেখার সুযোগ পেয়ে আমরা অনেক অনুপ্রাণিত। বীজ উৎপাদন যে একটা বড় সম্ভাবনা, তা আজ বুঝতে পারলাম।”
এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে নারী কৃষকদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে এবং তারা পার্বত্য চট্টগ্রামে বীজ উৎপাদন ও কৃষি উদ্যোক্তা হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করতে আগ্রহী হয়ে উঠেছেন। আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট (IRRI), গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (GSTU)ও এগ্রিবিজনেস এডুকেশন অ্যান্ড রিসার্চ ইন্টারন্যাশনাল-এর যৌথ বাস্তবায়নে কাউখালী উইমেন ফার্মারস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ধানে চাষে সফলতা অর্জনে কাজ করে যাচ্ছে। আয়োজক সংস্থা এই কার্যক্রমকে নারীর আর্থিক ক্ষমতায়নের অন্যতম পথ হিসেবে বিবেচনা করছে।
অনুষ্ঠানে এগ্রিবিজনেস এডুকেশন এন্ড রিসার্চ ইন্টারন্যাশনাল এর প্রজেক্ট অফিসার , প্রদর্শনী জমির কৃষকগণ সহ সংশ্লিষ্ট উপজেলার বিভিন্ন এলাকার এলাকার অন্যান্য কৃষকগণ উপস্থিত ছিলেন ।