ঢাকা   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৭ জ্বিলকদ ১৪৪৬

সাউথইস্ট ইউনিভার্সিটিতে পাবলিক ফাইন্যান্স ক্যারিয়ার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে পাবলিক ফাইন্যান্স ক্যারিয়ার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে পাবলিক ফাইন্যান্স ক্যারিয়ার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটির বিজনেস স্কুল ২৪ মে ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের শহীদ ইমতিয়াজ হলে "নেভিগেটিং ক্যারিয়ার পাথ্স ইন পাবলিক ফাইন্যান্স: এক্সপ্লোরিং অপরটিউনিটিজ এন্ড ভ্যাট এক্সারসাইজ এন্ড কাস্টম্স ডিউটি" শীর্ষক একটি সেমিনারের সফল আয়োজন করেছে।

সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সদস্য (ভ্যাট নীতি) ড. মো. আব্দুর রউফ। এই সেমিনারটি শিক্ষার্থী এবং পেশাজীবীদের জন্য জন্য পাবলিক ফাইন্যান্সে, বিশেষ করে কর ও কাস্টমস সম্পর্কিত কর্মজীবনের সুযোগ সম্পর্কে বিশেষজ্ঞ নির্দেশনা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাউথইস্ট বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং স্কুল অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহেতাব। বিবিএ প্রোগ্রামের পরিচালক ড. ফারহানা ফেরদৌসী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সেমিনারে বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।