
"সুস্থ দেহ সুন্দর মন, সুন্দর সমাজ করি গঠন" এই স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন রংপুরের মিঠাপুকুরে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি ২০২৩ এর আয়োজন করে মায়ের হাসি ফাউন্ডেশনের "স্বাস্থ্য ও ব্লাড ব্যাংক প্রকল্প"।
এই কর্মসূচিতে গ্রামের প্রায় ২০০ মানুষের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা,ও ওজন নির্ণয় করা হয় এবং রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
স্বাস্থ্য পরীক্ষায় বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সৌরভ কুমার রায় (পলাশ), এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মিঠাপুকুর, রংপুর, ও ডাঃ সামিউল ইসলাম সুইট, ডিএমএফ, ঢাকা।
ছাড়াও উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মায়ের হাসি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃ নুরুজামান ও মোঃ নুরুল হুদা, মা সার্ভিসিং এন্ড অটোমোবাইলস এর স্বত্বাধিকার মোঃ নুর নবী, এসকেএস ফাউন্ডেশনের জোনাল ম্যানেজার মোঃ আবু তাহেরসহ গ্রামের সুধীমন্ডলী।
কর্মসূচি সফল ভাবে সম্পন্ন করতে সার্বিকভাবে সহায়তা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ইউনিট।
মায়ের হাসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ নুরুজ্জামান বলেন, সুস্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকবে। এই সুস্বাস্থ্য নিশ্চিত করতে মায়ের হাসি ফাউন্ডেশন সব সময় আপনাদের পাশে থাকবে।
মায়ের হাসি ফাউন্ডেশনের অপর প্রতিষ্ঠাতা মোঃ নুরুল হুদা গ্রামের অতি দরিদ্র রুগীদের উপর বিশেষ ভাবে খেয়াল রাখার আশ্বাস প্রদান করেন।
