ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা

উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা

ধীরে ধীরে ভারতের উড়িষ্যা ও খুলনা উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। আগামীকাল শুক্রবার (১২ মে) বিকাল নাগাদ দিক পরিবর্তন করে কক্সবাজার উপকূলের দিকে ধাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার (১১ মে) সকালে আবহাওয়া অধিদফতর জানায়, সকাল ৬টার দিকে কক্সবাজার থেকে প্রায় ১২শ’ ২০ কিলোমিটার দূরে অবস্থান করছিল ‘মোখা’। গভীর নিম্নচাপ কেন্দ্রে ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের নিকটবর্তী এলাকার সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ২ নং দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, ১৪ তারিখ (রোববার) বিকেল বা সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড় মোখা স্থলভাগে আঘাত হানতে পারে। তবে ঘূর্ণিঝড়টি মিয়ানমারে আঘাত হানার সম্ভাবনা সবচেয়ে বেশি।