
আজ ৬ জুন বিকেল ৪-১০ মিনিটে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমানের নেতৃত্বে জামায়াতের ০৮ সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে গিয়ে ১০ জুনের সমাবেশ ও মিছিলে সহযোগিতার আবেদন জমা দেন। ডিএমপি কমিশনারের কার্যালয়ে আবেদন জমা দেয়ার পর প্রতিনিধি দলের প্রধান অ্যাডভোকেট সাইফুর রহমান উপস্থিত মিডিয়ার সামনে প্রেস ব্রিফিং করেন। তিনি বলেন, আমরা ১০ জুন দুপুর ২-০০ টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে কাকরাইল মোড় পর্যন্ত মিছিল ও সমাবেশের জন্য সহযোগিতা চেয়ে আবেদন জমা দিয়েছি। পুলিশ কমিশনারের কার্যালয়ে অতি: উপ-পুলিশ কমিশনার সৈয়দ মামুন মোস্তফা আবেদন পত্রটি গ্রহণ করে আমাদের একটি অনুলিপি দিয়েছেন। পরবর্তীতে তিনি এ বিষয়ের সিদ্ধান্ত আমাদেরকে জানাবেন বলেছেন। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী সাংবিধানিকভাবে স্বীকৃত একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এ দেশে তারা নিয়মতান্ত্রিকভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। জনগণের অধিকার আদায়ে ভূমিকা পালন করা আমাদের সাংবিধানিক অধিকার। জামায়াতের নিবন্ধনের বিষয়ে একজন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, জামায়াতের নিবন্ধন উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। এমতাবস্থায় নির্বাচন কমিশনের জামায়াতের নিবন্ধন বাতিল একটি বে-আইনী কাজ হয়েছে। এছাড়াও রাজনৈতিক সভা সমাবেশ করতে নিবন্ধনের প্রয়োজন নেই, নিবন্ধন প্রয়োজন নির্বাচন কমিশনের অধীনে একটি নির্দিষ্ট প্রতিকে নির্বাচন করার জন্য। সভা-সমাবেশ করা আমাদের সাংবিধানিক অধিকার। সংবিধানের ৩৭ অনুচ্ছেদে এব্যাপারে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা মনে করি পুলিশ প্রশাসন আমাদের সমাবেশ ও মিছিল কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করবেন।